ইডিএল এর মার্চের প্রতিবাদে গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ইষ্ট রিজিওনের প্রতিবাদ সভা
গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ইষ্ট রিজিওনের উদ্যোগে বর্ণবাদী সংগঠন ইডিএল এর ৭ই সেপ্টেম্বর শনিবারের বর্ণবাদী ও মুসলিম বিদ্বেষী র্যালীর প্রতিবাদ ও যুক্তরাজ্য সফররত গ্রেটার সিলেট এসোসিয়েশন স্পেইনের সভাপতি আব্দুল কাইয়ুম পংকি, সিলেট কল্যান সংস্থার প্রেসিডেন্ট এহসানুল হক তাহের, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশের ওয়ার্ডেন মাহি উদ্দিন আহমদ সেলিম এবং চ্যানেল এস সিলেট এর চীপ রিপোর্টার মঈন উদ্দিন মঞ্জুর সম্মানে এক মত বিনিময় সভা গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
জিএসসি সাউথ ইষ্ট রিজিওয়নের প্রেসিডেন্ট নুরুল ইসলাম মাহবুব এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী ড. এম মুজিবুর রহমান এর পরিচালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জিএসসির পেট্রন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ এডভোকেট আব্দুল রাকিব, জিএসসির সেন্ট্রাল লীডার এম এ মান্নান, ইসবাহ উদ্দিন, সামছুল হক, গোলাম আযম তালুকদার, সলিসিটর এহশানুল হক সুমন, মানবাধিকার কর্মী মনোয়ার বদরুদ্দোজা, সলিসিটর মোহাম্মদ শহীদ, ব্যারিস্টার লুতফুর রহমান, কানাইঘাট এসোসিয়েশনের সভাপতি মাওলানা রফিক আহমদ রফিক, কবি শিহাবুজ্জামান কামাল, মাওলানা আব্দুল মালেক, ইনছলভেনসি প্র্যাকটিশনার বেলাল হোসেন, সাংবাদিক এনাম চৌধুরী, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার নিউ এডিটর জাকির হোসেন কয়েছ, সাংবাদিক আব্দুল কাইয়ুম, হবিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি এম এ আজিজ, বিশ্বনাথ স্পোটিং ক্লাব এর সভাপতি মদরিছ আলী বাদশা, বিশ্বনাথ ডেভেলাপমেন্ট ট্রাষ্টের সহ সভাপতি আব্দুর রহিম রঞ্জু, ট্রেজারার আবুল কালাম, বিশ্বনাথ এইড এর সাধারণ সম্পাদক আবুল হাসনাত, খাজাঞ্চী ইউনিয় ট্রাষ্টের সভাপতি আব্দুল বাছিত রফি, ট্রাষ্টি আব্দুল হামিদ টিপু, দক্ষিণ সুরমা এসোসিয়েশনের সহ সভাপতি কামাল উদ্দিন, মাহবুব আলী খাঁন স্মৃতি সংসদের সভাপতি সোহেল আহমদ সাদিক, তরুন সংগঠক নাসির উদ্দিন শাহীন, মাওলানা শেখ মনোয়ার হোসেন, সেলিম উদ্দিন, মোহাম্মদ মেহের বক্স, ।
মতবিনিময় সভায় ৭ সেপ্টেম্বর বর্ণবাদী সংগঠন ইডিএলএর মুসলিম বিদ্বেষী ব্যালীর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয় এবং ৭ সেপ্টেম্বর সবাই ঘর থেকে বের হয়ে শান্তিপূর্ণ জমায়েতের মাধ্যমে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়।
বক্তারা প্রবাসীদের কল্যানে গঠিত গ্রেটার সিলেট কাউন্সিলের বিভিন্ন আন্দোলন সংগ্রামের ভূয়শী প্রশংসা করেন এবং সিলেটের বরেন্য ব্যক্তিদের প্রবাসী ও সিলেটবাসীর বিভিন্ন দাওয়া নিয়ে স্বোচ্চার ভূমিকা রাখার জন্য কতৃজ্ঞতা প্রকাশ করা হয়। অতীতের মত ভবিষ্যতে তাদের কর্মকান্ড আরো গতিশীল করার ক্ষেত্রে গ্রেটার সিলেট কাউন্সিল তাদের পাশে থাকবে বলে বক্তারা আশ্বাস প্রদান করেন। সভাশেষে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের রূহেরআত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।