মদিনা বিশ্ববিদ্যালয় আয়োজিত সংস্কৃতি ও ঐতিহ্য মেলা শুরু

saudiসৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয় আয়োজিত ১০দিনব্যাপি ৭ম স্বদেশিয় সংস্কৃতি ও ঐতিহ্য মেলা (মেহেরজান) শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মদিনার গভর্নর ড. ফয়সাল বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।
এসময় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাতেম বিন হাসান আল মারজুকী, মেলায় অংশগ্রহণকারী দেশ সমূহের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফএম বোরহান উদ্দিন।
মদিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১৮০টি দেশের মধ্যে ১২৭টির বেশি দেশ এবার মেলায় তাদের নিজ নিজ দেশের হয়ে অংশ নিচ্ছে। মেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন নাম্বার-১৪ প্রধান ফটক দিয়ে হাতের ডান পাশে।
মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা মেলায় বাংলাদেশের পক্ষ থেকে ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরবেন। বাংলাদেশ প্যাভিলিয়নের পরিচালক হিসেবে রয়েছেন বাংলাদেশি ছাত্র প্রতিনিধি পিএইচডি গবেষক জাকারিয়া আব্দুল জলিল।
মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাচেলরদের এবং বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ফ্যামিলিদের জন্য উমুক্ত থাকবে। দর্শনার্থীদের ভোটে প্রতিদিন রাতে নির্বাচিত হবেন দিনের সেরা প্যাভিলিয়ন।
উল্লেখ্য, ২০১৫ সালে তৃতীয় এবং ২০১৬ সালে মেলায় বাংলাদেশ যৌথভাবে দ্বিতীয় স্থান লাভের গৌরব অর্জন করেছিল। এবছর বিজয়ী ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার হিসেবে রয়েছে ব্র্যান্ডনিউ গাড়ি এবং নগদ অর্থ।
মেলা অন্যান্য বছর ৫দিন হয়ে আসলেও এবার শিক্ষার্থী এবং মেলায় আগত দর্শনার্থীদের আবেদনের প্রেক্ষিতে মেলাটির সময় ৫দিন থেকে বাড়িয়ে ১০দিন করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button