ব্রিটেন সফরে আসছেন সৌদি যুবরাজ

muhammadসৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামী ৭ই মার্চ ব্রিটেনে সফরে আসছেন। সৌদি আরবের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামী ৭ই মার্চ ব্রিটেন সফরে আসবেন। এখানে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের সঙ্গে সন্ত্রাস ও সামাজিক সংস্কার নিয়ে আলোচনা করবেন।
গত গ্রীষ্মে তারই এক কাজিন মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে দিয়ে যুবরাজ করা হয় মোহাম্মদ বিন সালমানকে। তারপর থেকে সৌদি আরবে অনেক ঘটনা ঘটে গেছে। তাকে নিয়ে নানা রকম আলোচনা। বলা হয়, তিনিই এখন ক্ষমতার মূলে। এ সময়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের দহরম মহরম গড়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফরে এসে দ্বিপক্ষীয় নীতি নির্ধারণ করেছেন। তারপরই কাতারের বিরুদ্ধে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ অবরোধ দেয়। ছিন্ন করে কূটনৈতিক সম্পর্ক।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button