খেলাফত মজলিসের সাংগঠনিক মাস’র উদ্বোধন
খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, দেশ এক সংকটময় পরিস্থিতি অতিক্রম করছে। চলমান সংকটের কারণে সাধারণ জনগণ আজ চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। গুম, খুন, হত্যা, ধর্ষন, ঘুষ, দুর্নীতি, অন্যায় অত্যাচার, অবিচার আজ সীমা অতিক্রম করে চলেছে। একদলীয় দু:শাসনের কারণে জনগণের রাজনৈতিক অধিকার আজ ভূলুন্ঠিত। বর্তমান জনবিচ্ছিন্ন সরকার ক্ষমতা ধরে রাখার জন্যে আরেকটি নীলনক্সার নির্বাচনের চেষ্টা করছে। এ নীলনক্সার অংশ হিসেবেই বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের জেল, জুলুম, হামলা, মামলার মাধ্যমে নির্যাতন চালাচ্ছে। বিএনপি চেয়ারপারসন সাবেক একজন প্রদানমন্ত্রী খালেদা জিয়াসহ শতশত রাজনৈতিক নেতা-কর্মীকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। একদিকে সরকারী দলের প্রধানসহ সবাই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সারাদেশে সভা, সমাবেশ করছেন। অথচ বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচী পালনে বাঁধা প্রদান করা হচ্ছে। এভাবে সরকার আরেকটি ৫ জানুয়ারী মার্কা নির্বাচনের চেষ্টা করলে দেশের সংকট আরো ঘনীভূত হবে এবং তা সরকারের জন্যেও বুমেরাং হবে। চলমান সংকট উত্তরণের সবদলের অংশগ্রহনে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জেল-জুলুম, নির্যাতন বন্ধ করে সকল দলকে রাজনৈতিক কর্মসূচী পালনের অবাধ সুযোগ দিতে হবে।
খেলাফত মজলিসের মাসব্যাপী সাংগঠনিক কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ শুক্রবার সকাল ১০টায় বিজয়নগরস্থ মজলিস মিলনায়তনে ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মো: আবদুল জলিল, ঢাকা মহানগরী সহসভাপতি মোঃ জহিরুল ইসলাম, মাওলানা শরিফুল ইসলাম, খন্দকার সাহাবুদ্দিন আহমদ, মোঃ আবুল হোসাইন, প্রকৌশলী আব্দুল হাফিস খসরু, অধ্যাপক সাইফুদ্দিন আহমদ খন্দকার, এডভোকেট রফিকুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির আজাদ, কাজী আরফুর রহমান, মাওলানা মুফতি ওজায়ের আমিন, মাওলানা ফারুক আহমদ ভুইয়া, এডভোকেট সৈয়দ মুহাম্মদ সানাউল্লাহ, মাওলানা ইব্রাহীম খলীল, মুফতি সাইফুল হক, হাজী হারুনুর রশীদ, মোঃ গিয়াস উদ্দিন, ছাত্র নেতা মোঃ রমাজান আলী প্রমুখ।
মাওলানা মোহাম্মদ ইসহাক আরো বলেন, আজকে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, দফায় দফায় গ্যাস, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, অতিরিক্ত করের বোঝায় সাধারণ জনগণের নাভি:শ্বাস উঠেছে। আবার নতুনকরে গ্যাস ও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির চেষ্টা করছে সরকার। নতুনকরে গ্যাস ও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি হবে মরার উপর খাড়ার ঘা-এর সমান। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা ইসহাক তাঁর বক্তব্যে খেলাফত মজলিসের সাংগঠনিক মাস-এর কর্মসূচী সর্বত্মকভাবে সফল করার জন্যে সংগঠনের সর্বস্তরে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সিরিয়ায় রাশিয়ার নির্বিচার বিমান হামলার শিকার হাজারো নিরপরাধ নারী, পুরুষ, শিশুদের জন্যে এবং সিলেটের জৈন্তাপুরে নিহত মাদ্রাসা ছাত্রদের জন্যে বিশেষ দোয়-মুনাজাত পরিচালনা করেন আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাক। -প্রেসবিজ্ঞপ্তি