জাফর ইকবালের ওপর হামলা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যপক ও বিশিষ্ট লেখক অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাত করা হয়েছে। আজ শনিবার বিকাল ৫.৪০ এর দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেস্টিভ্যালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, অধ্যাপক জাফর ইকবাল মঞ্চে বসা ছিলেন। এ সময় পেছন থেকে তাকে ছুরিকাঘাত করা হয়। কতজন এ হামলায় অংশ নিয়েছিল এবং তাদের পরিচয় কী তা জানা যায়নি। এ ব্যাপারে একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে তার পরিচয় জানা যায়নি।
এ ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ড. মুহম্মদ জাফর ইকবালকে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন।
ড. জাফর ইকবালের ব্যক্তিগত সহকারী জয়নাল আবেদীন জানান, স্যারকে মাথায় আঘাত করা হয়েছে। এ মুহূর্তে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।