ব্রিটিশ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে মিয়ানমারের বাধা
রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানের ঘটনায় ব্রিটিশ সরকারের গঠিত একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যদের মিয়ানমারে প্রবেশে বাধা দিয়েছে সু চি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন সরকার।
রোহিঙ্গা সঙ্কটে ব্রিটিশ এমপিরা মিয়ানমারের ভূমিকার সমালোচনা করার পর ব্রিটেনের কমন ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট কমিটির সদস্যদের প্রবেশে বাধা দেয়া হয়েছে। বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মিয়ানমার দূতাবাস ব্রিটিশ সরকারের ওই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যদের জন্য ভিসার ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। রোহিঙ্গা সঙ্কটে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস অপরাধের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ ও নিন্দা জানানোর কারণেই দূতাবাস কমিটির সদস্যদের জন্য ভিসার ব্যবস্থা করেনি বলে অভিযোগ করেছে কমিটি।