মিসরে প্রতিমাসে পাঁচ লাখ ব্যারেল তেল পাঠাবে সৌদি আরব
মিসরে প্রতিমাসে ৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহে রাজি হয়েছে সৌদি আরব। এই বছরের প্রথম ৬ মাস এই তেল সরবরাহ করা হবে। মিসরের পেট্রোলিয়াম মন্ত্রী তারিক আল মুল্লার বরাত দিয়ে মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংবাদ সংস্থা এই খবর জানিয়েছে।
খবরে বলা হয়, সৌদি আরবের বৃহত্তম তেল কোম্পানি সৌদি আরামকো মিসরের শোধনাগারগুলোতে এই তেল সরবরাহ করছে।
এর আগে গত নভেম্বর ও ডিসেম্বর মাসে পরীক্ষামূলকভাবে তেল সরবরাহ শুরু করে সৌদি আরব। বিস্তারিত উল্লেখ না করে তারিক আল মুল্লা বলেন, এই কোম্পানি জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত প্রতি মাসে ৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ করবে।
২০১৬ সালের এপ্রিলে সৌদি আরব পরের পাঁচ বছরের মিসরে প্রতিমাসে ৭ লাখ টন পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য সরবরাহ করতে রাজি হয়।