পাপিয়ার বিরুদ্ধে মামলা
ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙ্গচুর ও লুটপাটের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৯জনের জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জেলা যুবদলের সভাপতি ওবাইদুল ইসলাম পাঠান। রোববার রাতে সদর মডেল থানায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানাগেছে, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তি করায় পাপিয়ার বহিস্কার চেয়ে গত শনিবার ওবাইদুল ইসলাম পাঠানের নেতৃত্বে একটি ঝাঁটা মিছিল বের করা হয়। এ ঘটনার পর ওইদিন বিকাল ৫টার দিকে সার্কিটহাউস মোড়ে পাঠানের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স ইয়ামান এন্টারপ্রাইজে সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার হুকুমে হামলা চালিয়ে ভাঙ্গচুরসহ বোমা ফাটায়। এতে তার কর্মচারী আহত হন। এসময় হামলাকারীরা একটি রঙ্গিন টিভি নিয়ে যায় এবং কম্পিউটার আসবাবপত্রসহ প্রায় সোয়া ৩লাখ টাকার মালামাল তিগ্রস্থ করে।