মিসরে ১০বিলিয়ন ডলার বিনিয়োগ চুক্তি করলেন প্রিন্স সালমান
তিন দিনের সফরে মিসর গেলেন সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। ক্রাউন প্রিন্সের দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম বিদেশ সফর। রোববার কায়রোতে ক্রাউন প্রিন্সকে লাল গালিচা অভ্যর্থনা জানান মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস সিসি। সিসির সাথে ১০ বিলিয়ন ডলারের একটি চুক্তি সই করেছেন সালমান।
এর আগে সিসির কার্যালয় থেকে এক বিবৃতিতে ঘোষণা করা হয়েছে, সৌদি যুবরাজ রোববার মিসর পৌঁছাবেন এবং তিনি সেখানে তিনদিন থাকবেন। এরপর তিনি ৭ মার্চ ব্রিটেনে এবং ৯ মার্চ আমেরিকা যাবেন। এ চুক্তির আওতায় সিনাই উপত্যকার দক্ষিণাংশে এক হাজার বর্গকিলোমিটার আয়তনের একটি মেগাসিটি উন্নয়ন করা হবে।