মানবজমিনের বিরুদ্ধে একশ কোটি টাকার মানহানি মামলা

manabঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানবজমিনের বিরুদ্ধে একশ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে চাঁদপুর আদালতে। সোমবার আওয়ামী লীগ নেতা নূরুল হায়দার সংগ্রাম পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল আদালতে এ মামলা করেছেন।
গত ১৭ জুলাই দৈনিক মানবজমিন পত্রিকায় ‘ডা. দীপু মনির বিদেশ সফরে বিশ্বরেকর্ড’ শিরোনামে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে এ মামলা করা হয়েছে।
মামলায় আসামি করা হয়েছে মানবজমিনের সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান, প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও সম্পাদক ও প্রকাশক মাহবুবা চৌধুরীকে।
সংগ্রামের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব বলেন, পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে প্রকাশিত ওই সংবাদের পরিপ্রেক্ষিতে একশ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।
চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল আদালত-১ এর বিচারক অসিম কুমার দে মামলা আমলে নিয়ে আসামিদের আগামী ৮ অক্টোবর আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
পেনাল কোডের ৫০০, ৫০১, ৫০২ ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিচারক অসিম কুমার।
মামলায় পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রীর ভাই ডা. জেআর ওয়াদুদ টিপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ ওসমান গনি পাটওয়ারীসহ ১৮ জনকে সাক্ষী করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button