‘যুক্তরাষ্ট্রের হাতে ওই ১৩ জনকে তুলে দেব না’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কথিত হস্তক্ষেপের দায়ে অভিযুক্ত ১৩ রুশ নাগরিককে কোনোদিনই ওয়াশিংটনের হাতে তুলে দেবে না তার দেশ।
২০১৬ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করে ডোনাল্ড ট্রাম্পকে জিতিয়ে দিয়েছে বলে যুক্তরাষ্ট্রের একটি মহল অভিযোগ করছে। সম্প্রতি মার্কিন বিচার বিভাগের এক তদন্ত প্রতিবেদনেও এই দাবি করা হয়েছে।
‘এনবিসি টিভি’কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে পুতিন বলেন, রাশিয়া তার নাগরিকদের কারও কাছে হস্তান্তর করবে না। কখনোই না।
রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেনি বলে আবারও জানান রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, কথিত অভিযুক্ত ব্যক্তিরা যদি নিজেদের উদ্যোগেও কোনো কাজ করে থাকেন, এরপরও তাদের হস্তান্তর করা হবে না।
পুতিন ওই অভিযোগের পক্ষে ‘শক্ত দলিল’ উপস্থাপন করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রমাণ পেলে সেটা খতিয়ে দেখতে মস্কো প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে অভিযুক্ত ব্যক্তিদের হস্তান্তরের কোনো চুক্তি নেই। এ ছাড়া, রাশিয়ার সংবিধান অনুযায়ী, দেশটির সরকার বাইরের কোনো দেশের কাছে নিজের নাগরিকদের হস্তান্তর করতে পারে না।