সিলেটের ব্যস্ত সড়কে রয়েল বেঙ্গল টাইগার!

tigerসিলেট নগরী থেকে বিমানবন্দরে যাওয়ার ব্যস্ত সড়কে দেখা গেছে রয়েল বেঙ্গল টাইগার। মঙ্গলবার রাতে বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগান এলাকায় বাঘটির দেখা মিলে। পরে সেটি রাস্তা পার হয়ে বাগানে ঢুকে যায়। এসময় গাড়ি থেকে বাঘের ছবি তোলেন মো: মানসুন নামের এক ব্যক্তি।
রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তিনি ছবিটি আপলোড করলে তা ভাইরাল হয়ে যায়।
এদিকে সম্প্রতি সিলেটের মালনীছড়া চা বাগানে বাঘের পায়ের ছাপের চিহ্ন সনাক্ত করেন বনবিভাগের কর্মকর্তারা। বাগানের মধ্যে সারিবদ্ধ পায়ের ছাপ ও কিছুদূর যেতে ঘাড় মটকানো গরু দেখতে পান তারা। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে।
বাঘটির অবস্থান নিশ্চিত হতে বন বিভাগের কর্মকর্তারা ‘ক্যামেরা ট্র্যাকিং’ পদ্ধতিতে কাজ শুরু করে। এরই মধ্যে একেবারে ব্যস্ত সড়কে দেখা মিলল তার।
এদিকে ব্যস্ত সড়কে বাঘ দেখা যাওয়ার পর নড়ে চড়ে বসেছে বন বিভাগের কর্মকতা-কর্মচারীরা। বুধবার বেলা ১১টার থেকে বাঘ ধরার জন্য বন বিভাগের একটি বিশেষ দল কাজ শুরু করেছে।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মনিরুল ইসলাম জানান, ‘আমরা খবর পেয়েছি। ইতিমধ্যে আমাদের একটি টিম কাজ শুরু করছে।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button