জয় পেয়েই লেনিনের মূর্তি গুঁড়িয়ে দিল বিজেপি
ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দুই দিনের মাথায় বেলোনিয়ায় ভস্নাদিমির ইলিচ লেনিনের একটি মূর্তি বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে বিজেপি সমর্থকরা। নির্বাচনে টানা দুই দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা বামফ্রন্ট সরকারকে পরাজিত করে বিজেপি জয় পাওয়ার পর ত্রিপুরার রাজধানী আগরতলাসহ বিভিন্ন স্থানে সহিংসতা হয়েছে।
গত শতকে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের মহানায়ক লেনিনের এই মূর্তিটি দক্ষিণ ত্রিপুরার কেন্দ্রস্থলে গত পাঁচ বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। কিন্তু সোমবার সেটি গুঁড়িয়ে দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিজেপি কর্মীদের আনা বুলডোজারের ধাক্কায় ভাস্কর্যটি লুটিয়ে পড়ে। গেরুয়া সমর্থকরা তখন ‘ভারত কি জয়’ বলে উল্লাস করছিল।