৩ মেয়র সম্মানী পাচ্ছেন, প্রতিমন্ত্রীর পদ পাচ্ছেন না
সম্মানী পেলেও প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন না নারায়ণগঞ্জ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র। তাদের জন্য ৯৪ হাজার টাকা সম্মানী নির্ধারণ করে অর্থ বরাদ্দ দিয়েছে অর্থ বিভাগ। তবে প্রতিমন্ত্রীর মর্যাদা দেয়া হচ্ছে না। আজ এ সংক্রান্ত আদেশ জারি হবে বলে মানবজমিন অনলাইনকে নিশ্চিত করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবুল আলম মো. শহিদ খান। নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী, কুমিল্লার মনিরুল হক ও রংপুরের সরফুদ্দীন আহমেদ নির্বাচিত হওয়ার পর এ পর্যন্ত কোন সম্মানী পাননি। তাদের পদও নির্ধারণ হয়নি। তবে আদেশ জারি হলে তারা মাসিক ৯৪ হাজার ৫০০ টাকা করে পাবেন। এর মধ্যে ৪৪ হাজার টাকা বেতন, ৪০ হাজার টাকা বাড়ি ভাড়া এবং আনুসঙ্গিক খরচ ১০ হাজার টাকা। স্থানীয় সরকার সচিব জানিয়েছেন, মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে তারা পুরো সময়ের সম্মানী পাচ্ছেন। আদেশ জারি হওয়ার পর মেয়ররা এই সম্মানী তুলতে পারবেন।