কাউন্সিলার পদপ্রার্থী শামসুল তালুকদার তারেক
কমিউনিটি সংগঠক, টিভি সংবাদ উপস্থাপক, ইঞ্জিনিয়ার শামসুল তালুকদার (তারেক) টাওয়ার হ্যামলেটসের স্পিটালফিল্ড ও বাংলাটাউন ওয়ার্ড থেকে কাউন্সিলার পদে “চাবি” প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধীতা করবেন বলে জানা গেছে।
শামসুল তালুকদার (তারেক) গত ১২ বছর ধরে টাওয়ার হ্যামলেটসে বসবাস করে আসছেন। দীর্ঘ দিন ধরে তিনি কমিউনিটির সেবায় নিয়োজিত। তিনি কমিউনিটির বিভিন্ন ইস্যু যেমন প্রাইভেট রেন্ট, ড্রাগস, এডুকেশন কাট এবং কার পার্কিং সহ বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করেছেন। শামসুল তার ওয়ার্ডের বাসিন্দাদের অগ্রাধিকার দিয়ে আগামী দিনে কাজ করতে চান।
তিনি তার পেশাগক জীবনে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সফলতার সাথে কাজ করেছেন।
উল্লেখ্য তিনি ব্রিটিশ বাংলাদেশী হুজহু প্রকাশিত ২০১৭ সালের ‘কমিউনিটি ও রাজনীতি” ক্যাটাগরিতে সফল বাংলাদেশীদের একজন মনোনীত হন।
আগামী ৩মে ২০১৮, অনুষ্ঠিতব্য কাউন্সিল নির্বাচনে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।