রাসায়নিক অস্ত্র নিয়ন্ত্রণে সম্মত হলে হামলা স্থগিত হতে পারে
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়া যদি তার রাসায়নিক অস্ত্রসমূহ আন্তর্জাতিকভাবে নিয়ন্ত্রণের বিষয়ে সম্মত হয়, তবে দেশটির বিরুদ্ধে সামরিক হামলা স্থগিত করার সিদ্ধান্ত নিতে পারে যুক্তরাষ্ট্র। এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ সিরিয়ার প্রতি জানানো এক অনুরোধে দেশটির রাসায়নিক অস্ত্রসমূহ আন্তর্জাতিক নিয়ন্ত্রনে হস্তান্তরের কথা বলেছিলেন। রাশিয়ার এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে সিরিয়া। যুক্তরাষ্ট্র বলছে, সিরিয়া যদি রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিকভাবে নিয়ন্ত্রণের বিষয়ে রাশিয়ার প্রস্তাব মেনে নেয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র হামলা স্থগিত করবে। এর আগে ওবামা গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত সিরিয়ায় সীমিত পরিসরে সামরিক অভিযান পরিচালনার কথা বলেছিলেন। সিরীয় প্রধানমন্ত্রী বাশার আল-আসাদও পাল্টা-জবাব দেয়া হবে বলে সতর্ক করে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রকে।