যুক্তরাষ্ট্রে নিলামে উঠেছে রবীন্দ্রনাথের বই

rbindronathবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সই করা একটি বইয়ের নিলাম হচ্ছে যুক্তরাষ্ট্রে। বইটির নাম ‘দ্য কিং অব দ্য ডাক চেম্বার’। এটি বাংলা নাটক ‘রাজা’র ইংরেজি অনুবাদ। ১৯১৬ সালে বইটি প্রকাশিত হয় ম্যাকমিলান সংস্থা থেকে। বইটির ভূমিকার পাতায় ফাউন্টেন পেনে রবীন্দ্রনাথের স্বাক্ষর রয়েছে।
অনলাইন নিলামের জন্য বইটির ‘বিডিং’ শেষ হয়েছে ৭ মার্চ। বইটি নিলাম থেকে ৫০০ মার্কিন ডলার পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে।
উল্লেখ্য, প্রথম ভারতীয় হিসেবে রবীন্দ্রনাথ নোবেল (সাহিত্যে) পান ১৯১৩ সালে। ব্রিটিশ সরকার তাকে ‘নাইট’ উপাধি দিয়েছিল ১৯১৫ সালে। কিন্তু, জালিয়ানওয়ালা বাগ হত্যাকান্ডের প্রতিবাদে ১৯১৯ সালে তিনি নাইট উপাধি ত্যাগ করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button