গুয়েতেমালায় বাস দুর্ঘটনায় নিহত ৪৩
গুয়েতেমালার পশ্চিমাঞ্চলে এক বাস দুর্ঘটনায় শিশুসহ ৪৩ জন নিহত ও আরো ৪০ জন আহত হয়েছেন। সোমবার বাসটি পাহাড়িয়া রাস্তা থেকে ছিটকে একটি গভীর গিরিখাতে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। উদ্ধারকর্মীদের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে। প্রেসিডেন্ট অতো পেরেজ এ দুর্ঘটনার জন্য তিনদিনের আনুষ্ঠানিক শোক ঘোষণা করেন। বিগত কয়েক বছরের মধ্যে মধ্য আমেরিকার এ দেশে সবচেয়ে ভয়াবহ বাস দুর্ঘটনা এটি। রাজধানী গুয়েতেমালা সিটির ৬৪ কিলোমিটার পশ্চিমে সান মার্টিন জিলোতেপেক পৌরসভার একটি নদীর কাছে বাসটি একশ’ মিটার গভীর একটি গিরিখাতে পড়ে যায়। উদ্ধারকর্মীরা লাশগুলো পানি থেকে তুলে আনতে নদীর তীরে তার স্থাপন করে। তবে প্রবল বৃষ্টিপাতের কারণে তাদের উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসা স্থানীয় বাসিন্দারা বাসের ভেতর থেকে লাশ টেনে তুলতে উদ্ধারকর্মীদের সাহায্য করছে। সরকারি এক বিবৃতিতে বলা হয়, তাৎক্ষনিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিক খবরে বলা হয়, চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া যাত্রীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, দুর্ঘটনার সময় বাসটিতে অতিরিক্ত যাত্রী ছিল। দমকল বিভাগের মুখপাত্র সিসিলিও চাকাজ সাংবাদিকদের জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৪০ জন এবং হাসপাতালে আরো তিনজন মারা যান। আহতদের গুয়েতেমালা সিটির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।