ব্রিটেনে সশস্ত্র বাহিনী মোতায়েন

ukব্রিটিশ বিমান বাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনীর মোট ১৮০ সদস্যকে সলসবরিতে মোতায়েন করেছে সরকার। লন্ডন পুলিশ জানিয়েছে, এতে সাধারণ জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুলিশের অনুরোধেই সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
যুক্তরাজ্যে বসবাসরত পদত্যাগী সাবেক রুশ গোয়েন্দা সের্গেই ক্রিসপালসহ তার কন্যাকে রাসায়নিক ভিএক্স নার্ভ গ্যাস দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে ধারণা করছেন গোয়েন্দারা। এই তদন্তে সহায়তার জন্য সলসবরিতে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করেছে ব্রিটিশ সরকার। শুক্রবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
গত ৪ ফেব্রুয়ারি বিকেলে সলসবরি শহরের একটি বিপণিকেন্দ্রের বেঞ্চে সের্গেই ক্রিসপাল (৬৬) এবং তার ৩৩ বছরের কন্যা ইউলিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়। রুশ গোয়েন্দা বিভাগে কাজ করতেন ক্রিসপাল। কিন্তু যুক্তরাজ্যের হয়ে কাজ করার অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি। পরে গুপ্তচর বিনিময় আইনের আওতায় তিনি মুক্তি পান এবং যুক্তরাজ্যে বসবাস শুরু করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button