আজ নতুন আইফোনের ঘোষণা দিবে অ্যাপল

আজ ১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কুপারটিনো শহরে অ্যাপল তাদের নতুন পণ্যের ঘোষণা দেওয়ার এক অনুষ্ঠানের আয়োজন করেছে। বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, অ্যাপলের কাছ থেকে আজ দুটি মডেলের আইফোনের ঘোষণা আসতে পারে, যার একটি হবে সাশ্রয়ী দামের।
এক খবরে গার্ডিয়ান জানিয়েছে, আইফোন ঘোষণা দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে অ্যাপল। এ অনুষ্ঠানে আইফোন ৫এর নতুন সংস্করণের পাশাপাশি সাশ্রয়ী দামের আইফোন ৫সি-এর ঘোষণা আসতে পারে। শক্ত প্লাস্টিকের তৈরি আইফোন ৫সি বেশ কয়েকটি রঙে বাজারে আসবে।
আইফোনের দুটি মডেলে নতুন ফিচার হিসেবে যুক্ত হবে ফিঙ্গার প্রিন্ট সেনসর এবং দ্রুতগতিতে ভিডিওচিত্র ধারণ করার সুবিধা।
বাজার বিশ্লেষকেরা জানান, প্রথমবারের মতো একসঙ্গে দুই ধরনের আইফোন বাজারে আনবে অ্যাপল। বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনের জনপ্রিয়তার সঙ্গে প্রতিযোগিতা করতে অ্যাপলকে এ পরিকল্পনা করতে হয়েছে। অবশ্য বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান সিএসএস ইনসাইটের গবেষক বেন উড বলছেন ভিন্ন কথা। তাঁর মতে, অ্যাপল কখনো কম দামের আইফোন বাজারে আনবে না।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button