লন্ডনে হাসানুল হক ইনু’র ওপর অতর্কিত হামলার অপচেষ্টা
লন্ডন সফররত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ওপর দুস্কৃতকারীরা অতর্কিত হামলার অপচেষ্টা চালিয়েছে । মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্যমন্ত্রী নিরাপদ ও সুস্থ রয়েছেন। তিনি সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর থেকে লন্ডন সফররত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গতকাল (৯ সেপ্টেম্বর) রাত ১০.৩০ মিনিটে লন্ডনস্থ এটিএন বাংলা টেলিভিশনের স্টুডিওতে একটি লাইভ টকশোতে অংশগ্রহণ করতে গিয়েছিলেন। এসময় একদল লোক এটিএন বাংলা অফিসের সামনে আসে। তাদের মধ্যে দুজন যুবক মন্ত্রীর সাথে ছবি তোলার জন্য পীড়াপীড়ি করলে মন্ত্রী তাদের ছবি তোলার জন্য ডাকেন। যুবকদ্বয় মন্ত্রীর কাছাকাছি গিয়ে মন্ত্রীর ওপর অতর্কিত হামলা করতে উদ্যত হয়। এ সময় এটিএন বাংলার কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তাকর্মীগণ ও লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রটোকল অফিসার এগিয়ে এলে তাদের সাথে দুর্বৃত্ত যুবকদ্বয়ের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনার পর মন্ত্রী যথারীতি লাইভ টকশোতে অংশগ্রহণ করে নিজ হোটেল কক্ষে প্রত্যাবর্তন করেন। ঘটনার খবর পেয়ে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মিজারুল কায়েস, প্রেস মিনিস্টার রাশেদ চৌধুরীসহ দূতাবাসের কর্মকর্তা ও লন্ডন মেট্রোপলিটান পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন। যুক্তরাজ্য আওয়ামী লীগ, জাসদ এবং ১৪ দলের নেতৃবৃন্দ তাৎণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান। লন্ডন পুলিশ ক্লোজসার্কিট ক্যামেরায় ধারণকৃত ফুটেজ দেখে দুর্বৃত্তদের চিহ্নিত ও গ্রেফতারের কাজ শুরু করেছে। তথ্যমন্ত্রী মঙ্গলবার বিকেলে লু’টন শহরে জাসদ আয়োজিত জনসভাসহ রাতে কয়েকটি টেলিভিশনের টকশোতে অংশগ্রহণ নিবেন। তিনি নিরাপদ ও সুস্থ আছেন। হাসানুল হক ইনু সফর শেষে আগামী ১২ সেপ্টেম্বর দেশে ফিরবেন। সূত্র : বাসস।