রাসায়নিক অস্ত্র প্রস্তাব গ্রহণ করেছে সিরিয়া
সিরিয়া সরকার জানিয়েছে, পাশ্চাত্যের সামরিক হামলা এড়ানোর লক্ষ্যে তার কাছে থাকা রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক নিয়ন্ত্রণে রাখার রাশিয়ার প্রস্তাব মেনে নিয়েছে। সিরিয়ার প্রধানমন্ত্রী ওয়েল নাদের আল হালকি মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানান। এর আরে রাশিয়ার ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছিল, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মোয়াল্লেম সিরিয়ায় রক্তপাত ও যুদ্ধ এড়ানোর রুশ প্রস্তাবটি মেনে নিয়েছেন তারা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরম ‘অত্যন্ত ফলপ্রসূ’ আলোচনা শেষে সোমবার প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। মার্কিন কর্মকর্তারা প্রস্তবাটি সফল হবে কি না তা নিয়ে সন্দেহ পোষণ করেও এ নিয়ে রাশিয়ার সাথে কাজ করে যাবেন বলে জানিয়েছেন। আর ফ্রান্স জানিয়েছে, তারা বিষয়টি জাতিসঙ্ঘকে অবহিত করবে।