ব্রিটিশ সৈন্যদের আত্মহত্যার হার লড়াইয়ে মৃত্যুর চেয়েও বেশি
আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে ২০১২ সালে যে ক’জন ব্রিটিশ সৈন্য প্রাণ হারিয়েছে, তার চেয়ে বেশি সংখ্যায় সৈন্য মারা গিয়েছে আত্মহত্যা করে। ব্রিটেনে বিবিসির জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান প্যানোরামা এক তদন্তের বরাত দিয়ে বলছে, গত বছর আফগানিস্তানে নিহত হন ৪৪ জন ব্রিটিশ সৈন্য। এর মধ্যে সম্মুখ লড়াইয়ে মারা যান ৪০ জন। কিন্তু একই সময়ে আত্মহত্যা করেন ২১ জন সৈন্য যারা আফগানিস্তানে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও আফগানিস্তান-ফেরত ২৯ জন সৈন্যও গত বছর আত্মহত্যা করেন। কোনো কোনো সৈন্যের পরিবার বলছে, সরকারের কাছ থেকে যথেষ্ট সাহায্য সহযোগিতা না পাওয়াই আত্মহত্যার প্রধান কারণ। তবে ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তর দাবি করছে, সামরিক বাহিনীতে আত্মহত্যার হার বেসামরিক জনগণের মধ্যে আত্মহত্যার হার থেকে অনেক কম। সূত্র : বিবিসি।