‘সন্ত্রাস-বিরোধী নাগরিক’ হতে বলছে ব্রিটিশ পুলিশ
ব্রিটেনের পুলিশ জনসাধারণকে আরো বেশী করে সন্ত্রাস সম্পর্কিত তথ্য প্রদানের আহ্বান জানাচ্ছে।
কর্মকর্তারা বলছেন, মানুষের কাছ থেকে তারা যত ফোন কল পেয়েছেন, তার এক-পঞ্চমাংশ কল থেকে তারা গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য জানতে পেরেছেন।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার নিল বাসু বলছেন, তারা চাইছেন ব্রিটেনের নাগরিকেরা যেন এখন সুনাগরিক থেকে সন্ত্রাস-বিরোধী নাগরিকে পরিনত হন।
“কোন কিছু দেখে যদি আপনার মনে সন্দেহ তৈরি হয়, তাহলে আপনার দায়িত্ব হবে তা পুলিশকে জানানো,” বলছেন তিনি।
তার এসব মন্তব্য এমন এক সময়ে এল যখন সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার ওপর ব্রিটেনে এক বিশেষ প্রচারাভিযান শুরু হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০১৭ সালে জনসাধারণ সন্ত্রাস-বিরোধী পুলিশের কাছে ৩০,৯৮৪ টি রিপোর্ট জমা দিয়েছে।
এর মধ্যে ৬০০০ রিপোর্ট থেকে তদন্তের সূত্র খুঁজে পাওয়া গেছে বলে পুলিশ কর্মকর্তারা বলছেন।
লন্ডনে ব্রিটেনের সংসদ ভবন ওয়েস্টমিনস্টার এলাকায় ২০১৭ সালের হামলার পটভূমিতে সন্ত্রাসের ব্যাপারে তথ্য জোগানোর জন্য জনগণের প্রতি এই আহ্বান জানানো হচ্ছে।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, ব্রিটেনের পুলিশ এবং গোয়েন্দা বিভাগ এমআই-ফাইভ ৩০০০ ব্যক্তির বিরুদ্ধে ৬০০টি সন্ত্রাস-বিরোধী তদন্ত পরিচালনা করছে। -বিবিসি