চাপে ফেসবুক
কেমব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে পদক্ষেপ
লন্ডনভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ‘কেমব্রিজ অ্যানালিটিকা’র কার্যালয়ে অনুসন্ধান চালানোর পরোয়ানা জারির আবেদন করেছে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থাগুলো। তথ্য বিশ্লেষণকারী এই প্রতিষ্ঠানটি সম্ভবত অবৈধ উপায়ে পাঁচ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়েছে, এমন অভিযোগের বিষয়ে যুক্তরাজ্যের ‘চ্যানেল-ফোর’ টেলিভিশনে প্রকাশিত এক প্রতিবেদনের সূত্র ধরে এ আবেদন করা হয়।
ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় পরামর্শক হিসেবে কাজ করা কেমব্রিজ অ্যানালিটিকা কী করে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যে প্রবেশাধিকার পেল, সে বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় আইনপ্রণেতাদের ব্যাখ্যা দাবির মুখে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছ থেকে এ পদক্ষেপ এলো।
মার্কিন কংগ্রেসের সদস্যরা ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গকে তার সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মের কর্মকান্ড নিয়ে কংগ্রেসের শুনানিতে হাজির হতে আহ্বান জানিয়েছেন।
পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য হাতানো বিষয়ে ‘নিউইয়র্ক টাইমস’ ও ‘লন্ডন অবজারভার’র প্রতিবেদন নিয়ে মার্কিন কংগ্রেসে ব্যাখ্যা দিতে শনিবার থেকেই একের পর এক আহ্বান আসছে ফেসবুকের প্রতি।