মনভোলা ক্যামেরন !
ট্রেনে নিজের দাফতরিক কাজের গুরুত্বপূর্ণ নথিপত্রবাহী লাল ব্রিফকেসটি ভুল করে ফেলে রেখে অন্যত্র গিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। শুধু কি তাই, তিনি এতোটাই মনভোলা যে, ব্রিফকেসে তালা লাগিয়ে চাবিটিও ঝুলিয়ে রেখেছিলেন তালার সঙ্গেই। বাংলা নিউজ।
গত শনিবার এ কান্ডের অবতারণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। উত্তর লন্ডনের কিং’স ক্রস থেকে ইয়র্কগামী ট্রেনের যাত্রী ছিলেন ক্যামেরন। ইয়র্কে তিনি শ্যালিকার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সম্প্রতি তিনি রাশিয়ায় জি-২০ সম্মেলনে যোগ দিয়ে দেশে ফিরেছেন। ব্রিফকেসের ওপর লেখা ছিল ‘প্রাইম মিনিস্টার’। তালার সঙ্গে চাবি ঝুলিয়ে থাকা ব্রিফকেসটি কাউকে দেখতে না বলে কামরা ছেড়ে ট্রেনের অন্য অংশে ঘুরতে যান ক্যামেরন।
প্রধানমন্ত্রীর এ মনভোলা প্রকৃতির প্রমাণ হিসেবে ক্যামেরন বিহীন লাল ব্রিফকেসটির ছবি ধারণ করেন তার এক সহযাত্রী। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নং ডাউনিং স্ট্রিটের দাবি, ক্যামেরনের নিরাপত্তার দায়িত্ব থাকা এক পুলিশ সদস্য সার্বক্ষণিক ব্রিফকেসটি দেখভাল করছিলেন। কিন্তু ট্রেনের ওই কামরার ক্যামেরনের সহযাত্রী শোনাচ্ছেন অন্য কথা। তিনি বলছেন, ‘আমি শুধু সেখানে বসে ছিলাম। আমি যদি চাইতাম, তাহলে ব্রিফকেসটি নিয়ে পালিয়ে যেতে পারতাম।’পাঠকের জ্ঞাতার্থে ক্যামেরনের মনভোলার পূর্বের একটি ঘটনা উল্লেখ করা দরকার। ২০১১ সালের ১০ জুনের ঘটনা। ক্যামেরন ও তার স্ত্রী সামান্থা মেয়ে ন্যান্সিকে নিয়ে বাকিংহামশায়ারের একটি রেস্তোরাঁর দুপুরের খাবার খেতে যান।