নরওয়ের নির্বাচনে এরনা সোলবার্গের বিজয়

Norwayনরওয়ের জাতীয় নির্বাচনে এরনা সোলবার্গের নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থী চারদলীয় জোট জয়ী হয়েছে। ক্ষমতাসীন লেবার পার্টিকে হটিয়ে বিজয়ী হন সোলবার্গ। প্রধানমন্ত্রী জিন স্টোলেনবার্গ নির্বাচনে ফলাফল মেনে নিয়ে পরাজয় স্বীকার করেছেন। ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন স্টোলেনবার্গ।
সোমবার অনুষ্ঠিত ওই নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত ৭৫ শতাংশ ভোট গণনা শেষে নরওয়ে পার্লামেন্টের ১৬৯ আসনের মধ্যে মধ্য-ডানপন্থীরা ৯৬টি আসনে জয় পেয়েছে।
সোলবার্গ নির্বাচনের বিজয়কে ডানপন্থী দলগুলোর জন্য এক ঐতিহাসিক ‘বিজয়’ বলে অভিহিত করেছেন।
এ ফলাফলের মধ্য দিয়ে অভিবাসনবিরোধী প্রগ্রেস পার্টিকে সঙ্গে নিয়ে সোলবার্গের কনজারভেটিভ পার্টি নরওয়ের পরবর্তী সরকার গঠন করবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button