সৌদি হয়ে ভারত-ইসরায়েল ফ্লাইট চলাচল শুরু

Air Indiaসৌদি আরবের আকাশসীমা হয়ে ইসরায়েলের সঙ্গে ভারতের সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। সৌদি আরব এবার তাদের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলে যাওয়ার অনুমতি দিয়েছে ভারতের বিমানকে। এর মাধ্যমে ইসরায়েলে ফ্লাইট পরিচালনায় নিজেদের আকাশসীমা ব্যবহারে কয়েক দশকের নিষেধাজ্ঞা তুলে নিলো সৌদি আরব।
বৃহস্পতিবার ভারতের রাজধানী দিল্লি থেকে সৌদি আরবের ওপর দিয়ে ইসরাইলের রাজধানী তেলআবিবে গেছে প্রথম কোনো ভারতীয় বিমান। এতে ইসরায়েলে যাতায়াত বেশ সহজ হবে বলে আশা করছে দেশটি।
সন্ধ্যা ৬টায় দিল্লি থেকে রওনা দিয়ে রাত ৯টা ৪৫ মিনিটে ইসরাইল পৌঁছায় ‘এয়ার ইন্ডিয়া’র ১৩৯নং উড়োজাহাজটি।
এখন থেকে সৌদির আকাশসীমা ব্যবহার করে দিল্লি-তেলআবিব রুটে সপ্তাহে তিনবার বিমান চলাচল করবে।
সৌদি আরবসহ উপসাগরীয় কোনো দেশের সঙ্গে ইসরাইলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ সৌদি রাজতন্ত্রের মসনদে বসার পর রিয়াদের সঙ্গে তেলআবিবের গোপন সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।
ভারতীয় বিমান সৌদির ওপর দিয়ে চলাচল শুরুর পর এখন ইসরাইলি বিমানও একই রুটে যাতায়াতের অপেক্ষায় আছে বলে জানা গেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button