ব্রিটেনে অভিবাসন আইন শিথিল হচ্ছে
অভিবাসন আইন শিথিল করছে যুক্তরাজ্য। এর ফলে সুবিধা পাবেন ব্যবসায়ী, শিক্ষার্থী ও দক্ষ শ্রমিক। যুক্তরাজ্যের অভিবাসন বিষয়ক মন্ত্রী মার্ক হারপার ৬ই সেপ্টেম্বর এসব পরিবর্তনের কথা ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, এতে বৃটিশ ব্যবসায় ক্ষেত্রে ও যুক্তরাজ্যের বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করবে যুক্তরাজ্য। পরিবর্তিত আইনে ব্যবসায়ী পরিদর্শকরা যুক্তরাজ্যে করপোরেট প্রশিক্ষণ নিতে পারবেন। বিশ্বব্যাপী সংস্থাগুলো ভিজিটর ভিসায় যুক্তরাজ্যে তাদের নিজস্ব অডিট করতে পারবেন। এতে তারা আন্তর্জাতিক পর্যায়ের অডিট করতে পারবেন। ব্যবসায় পরিদর্শক বিষয়ক ভিসায় পরিদর্শকরা একটি স্বল্প মেয়াদি কোর্স করতে পারবেন। এসব পরিবর্তন নিয়ে মন্তব্য করে বৃটিশ হাই কমিশনার রবার্ট গিবসন বলেন, তিনি এই শিথিলতাকে স্বাগত জানান। এতে সুবিধা পাবেন বাংলাদেশের ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। তিনি এক বিবৃতিতে বলেন, সমপ্রতি যেসব পরিবর্তন আনা হয়েছে এবং ভিসা ক্ষেত্রে যেসব অগ্রগতি হয়েছে তা থেকে প্রমাণ মেলে যে আমরা পরিদর্শকদের যুক্তরাজ্যে কতটা মূল্যায়ন করি এবং তাদের অবদানকে প্রশংসা করি।