পার্লামেন্টে গোলাগুলি !
জর্ডানের পার্লামেন্টে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি করেছেন একজন সংসদ সদস্য। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার পার্লামেন্টে বাজেট নিয়ে অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটান সংসদ সদস্য তালাল আল শরীফ। বাজেট নিয়ে বিভিন্ন দলীয় সদস্যদের মধ্যে বাক-বিতণ্ডা চলার সময় তিনি উত্তেজিত হয়ে অস্ত্র বের করে গুলি করতে উদ্যত হন। এ সময় আরেক নারী সংসদ সদস্য মারিয়াম আল লোজি তাকে থামাতে চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে সিলিংয়ের দিকে তাক করে পরপর তিনটি গুলি ছুঁড়েন।
ঘটনার পরপরই দাঙ্গা পুলিশ পার্লামেন্ট ভবন ঘিরে ফেলে। অনেক সংসদ সদস্য এ সময় তালালের সদস্যপদ বাতিলের দাবি জানান। তবে, পার্লামেন্ট অধিবেশনের সময় কম থাকায় বিষয়টি চূড়ান্ত হয়নি। অনেকে এ ব্যাপারে বাদশাহ আবদুল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করছেন।
পার্লামেন্টের কোনো কোনো সদস্য বলছেন, পার্লামেন্টে গোলাগুলির কারণে তার সংসদ সদস্য পদ বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তাকে গ্রেফতারও করা হতে পারে।