কমলা রঙের তুষারপাত!
পূর্ব ইউরোপের কয়েকটি দেশের বাসিন্দাদের চোখে ধরা পড়েছে কমলা রঙের তুষার। রাশিয়া, বুলগেরিয়া, ইউক্রেন ও মলদোভার লোকজন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কমলা রঙের তুষারের ছবিও শেয়ার করছেন।
এ নিয়ে আবহাওয়াবিদরা বলেন, সাহারা মরুভূমিতে উৎপন্ন ধুলো ঝড়ের সঙ্গে বৃষ্টি ও তুষারের মিশ্রণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। প্রতি ৫ বছরে একবার এমন ঘটনা ঘটতে পারে। কিন্তু এবার ধুলো ঝড়ের পরিমাণ বেশি।
আবহাওয়াবিদরা আরো জানান, বছরের এ সময়ে সাহারায় ধুলো ঝড়ের পরিমাণ বেড়ে যায় বলে পূর্ব ইউরোপের অনেকগুলো দেশেই কমলা রঙের তুষারপাত হয়। মরুভূমির বালুর কারণে তুষারের রং সাদা থেকে পাল্টে কমলা হয়ে গেছে।