৫ মুক্তিযোদ্ধা সংগঠককে সম্মাননা প্রদান

লন্ডন বাংলা প্রেসক্লাবের এজিএম অনুষ্ঠিত

lbpলন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারন সভা (এজিএম) ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৫ মুক্তিযোদ্ধা সংগঠককে সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার লন্ডন সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনের ইমপ্রেশন ইভেন্টস ভেন্যুতে দুই পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা। সভায় সংগঠনের বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন প্রেস ক্লাব সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের। আর্থিক রিপোর্ট পেশ করেন সংগঠনের ট্রেজারার আসম মাসুম।
প্রথম পর্বে আলোচনায় অংশ নেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন, বেলাল আহমদ, সাবেক সেক্রেটারি এমদাদুল হক চৌধুরী, সদস্য শামসুল আলম লিটন, সৈয়দ আনাস পাশা, হামিদ মোহাম্মদ, আব্দুল মোনিম জাহেদী ক্যারল, মতিউর রহমান চৌধুরী, তাইসির মাহমুদ, কবি কাইয়ূম আব্দুল্লাহ, জাকির হোসেন কয়েছ, সেতু চৌধুরী, মকিস মনসুর আহমদ, মহিউদ্দিন, আব্দুল কাদির মুরাদ, আমিমুল আহসান তানিম, হেফাজুল করিম রাকিব, আজহার ভূইয়া, কায়সারুল ইসলাম সুমনসহ অনেকে।
আলোচনায় অংশ নিয়ে অধিকাংশ সদস্যরা প্রেস ক্লাবের নতুন কমিটির কার্যক্রম নিয়ে প্রশংসা করেন। তবে কয়েকজন সদস্য ক্লাবের অফিস নিয়ে সর্বশেষ অবস্থান জানতে চান। এ সময় প্রেস ক্লাব নেতৃবৃন্দ অফিস নেওয়ার অগ্রগতি সম্পর্কে সদস্যদের অবহিত করেন।
রাত ৯টায় শুরু হওয়া অনুষ্ঠানের ২য় পর্বে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুক্তরাজ্য সংগঠনে উল্লেখ্যযোগ্য ভূমিকা পালনকারী ৫জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সংগঠনের সেক্রেটারি মুহাম্মদ জুবায়েরের পরিচালনায় অনুষ্ঠিত এ পর্বে মুক্তিযুদ্ধে সংগঠনে অবদানকারী প্রবীণ কমিউনিটি নেতা জিল্লুল হক, রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফ, কমিউনিটি সংগঠক শামসুল আলম চৌধুরী, বিশিষ্ট নারী সংগঠক ফেরদৌস রহমানক ও ডক্টর মোস্তাফিজ রহমানকে সম্মাননা পদক তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্যরা।
অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত গুণীজনরা তাদের প্রতিক্রিয়ায় এ উদ্যোগের জন্য লন্ডন বাংলা প্রেস ক্লাবকে ধন্যবাদ জানান। তাঁরা বলেন, কোন পদক প্রাপ্তির জন্য মুক্তিযুদ্ধে সংগঠনে যাননি। দেশ মাতৃকার টানে তাঁরা যুদ্ধে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তরা মুক্তিযুদ্ধে তাদের কার্যক্রমের সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ক্লাবের সিনিয়র সদস্য টিভি প্রেজেন্টার উর্মি মাজহারের পরিচালনায় প্রেস ক্লাবের নিবার্হী সদস্য রুপি আমিন, সাবেক সেক্রেটারি এমএ সাত্তার, কন্ঠ শিল্পী ফজলুল রহমান বাবু, লাবনী বড়ুয়া ও পলি রহমানের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সহ সভাপতি মাহবুব রহমান। অনুষ্ঠান সফল করতে প্রেস ক্লাব নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সোবহান, কমিউনিকেশন সেক্রেটারি মোহাম্মদ আব্দুল কাইয়ূম, আইটি সেক্রেটারি সালেহ আহমদ, ইভেন্ট সেক্রেটারি তৌহিদ আহমদ, ট্রেনিং সেক্রেটারি ইব্রাহীম খলিল, নির্বাহী সদস্য আমিরুল চৌধুরী, ইমরান আহমদ, রুপি আমিন ও পলি রহমান সার্বিক সহযোগিতা করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button