বর্ষার আগেই রোহিঙ্গাদের জরুরি সহায়তার আহ্বান হু’র
আগামী বর্ষা মৌসুমে রোহিঙ্গা শরণার্থীদের অস্থায়ী বাড়িঘর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন আশঙ্কায় তাদের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
সংস্থাটি ১৬.৫ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা চায়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হুর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্র পাল আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ আহ্বান জানান।
ড. পুনম বলেন, আশ্রিত প্রায় ১৩ লাখ রোহিঙ্গার সঠিক স্বাস্থ্যসেবা প্রদানে আর্থিক সংকট রয়েছে। তা ছাড়া আসছে বর্ষা মৌসুমে বৃষ্টিপাতের ফলে স্বাভাবিক জীবন-যাপন ব্যাহতসহ নানা রোগব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। বাংলাদেশ সরকার বা কোনো একক সংস্থার পক্ষে বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়।
সহযোগীদের সঙ্গে এক বৈঠকে তিনি প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বাংলাদেশ সরকারের পাশাপাশি শতাধিক দাতা সংস্থা আগামী বর্ষায় রোহিঙ্গাদের জীবন ও স্বাস্থ্য রক্ষায় নানা পরিকল্পনা হাতে নিয়েছে। রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা প্রদানে নির্মিত ২০৭টি স্থাপনার এক-চতুর্থাংশ ভূমিধসের ঝুঁকিতে থাকায় সেগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হবে। এসব কাজে বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন বলে তিনি জানান।