ব্রিটেনের জাতীয় নিরাপত্তার জন্য প্রধান হুমকি রাশিয়া
ব্রিটেন তার দেশের জাতীয় নিরাপত্তার জন্য রাশিয়াকে প্রধান হুমকি বলে ঘোষণা করেছে। বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, জাতীয় নিরাপত্তা বিষয়ক সর্বসাম্প্রতিক এক সনদে ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসো মে অভিযোগ উত্থাপন করে বলেছেন, তাদের ভূখণ্ডে রাশিয়া ‘নার্ভ গ্যাস” ব্যবহার করেছে।
ব্রিটেনের ওই সনদে রাশিয়ার বিরুদ্ধে ভৌগোলিক আধিপত্য বিস্তারেরও অভিযোগ তোলা হয়েছে। একই সনদে ইরান এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধেও অবস্থান ঘোষণা করা হয়েছে।
সাবেক রুশ গোয়েন্দা কর্মকর্তা সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে বিষপ্রয়োগের ঘটনায় রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্কে টানাপড়েন দেখা দিয়েছে। ব্রিটেন দাবী করছে, সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে চলতি মাসের ৪ তারিখে লন্ডনে নার্ভ গ্যাস প্রয়োগের মাধ্যমে অচেতন করার ঘটনায় রাশিয়ার হাত রয়েছে। গত সপ্তায় ইউরোপীয় ইউনিয়নের নেতারাও ব্রিটেনের ওই দাবীর সঙ্গে একমত হয়েছেন। তবে সলসবারির ওই ঘটনায় জড়িত থাকার কথা বরাবরই অস্বীকার করেছে রাশিয়া।
৪ মার্চ ব্রিটেনের সলসবারি শহরের একটি বিপণিকেন্দ্রের বাইরে বেঞ্চিতে সের্গেই ও তার মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। -পার্স টুডে