ইরানে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৪৪
ইরানের দক্ষিণাঞ্চলে দুটি বাসের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৪৪ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছে। মঙ্গলবার ইরানের বার্তা সংস্থা ইরনা জানায়, কোম প্রদেশ ও রাজধানী তেহরানের মধ্যবর্তী মহাসড়কে সোমবার রাতে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। বিগত কয়েক বছরের মধ্যে ইরানে এটিই সবচেয়ে ভয়াবহ বাস দুর্ঘটনা। তথ্যসূত্র : জি-নিউজ, প্রেসটিভি, পিটিআই
কোম প্রদেশের ট্রাফিক পুলিশ প্রধান বলেন, ‘ইসফাহান থেকে ছেড়ে আসা একটি বাসের টায়ার ফেটে যাওয়ায় এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অপর একটি বাসকে গিয়ে ধাক্কা দেয়। এতে তাৎক্ষণিকভাবে দুটি বাসেই আগুন ধরে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।
ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনে বলা হয়, তেহরান থেকে ৮০ কিলোমিটার দক্ষিণের একটি মহাসড়কে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে হতাততের এ ঘটনা ঘটে। আহতদের কোম শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিরাপদ সড়কের ক্ষেত্রে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ইরানের রেকর্ড ভালো। তবে সম্প্রতি প্রকাশিত একটি পরিসংখ্যানে দেখা যায়, প্রতিবছর ইরানে সড়ক দুর্ঘটনায় ২০ হাজার লোকের প্রাণহানি ঘটে। এসবের জন্য ট্রাফিক আইন ভঙ্গ, ভাঙাচোরা রাস্তা এবং জরুরি সেবা সংস্থাগুলোর দুর্বলতাকেই দায়ী করা হয়।