ব্রিটেন ভ্রমণে সতর্ক থাকার নির্দেশ রাশিয়ার

uk-russiaব্রিটেন ভ্রমণের সময় দর্শনার্থীদের সাথে থাকা বিভিন্ন জিনিসপত্রের প্রতি সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছে রাশিয়া। রাশিয়ার সাবেক ডাবল এজেন্ট সের্গেই স্ক্রিপাল ও তার কন্যার ওপর হামলার ফলে নতুন করে এ সতর্কতা দেয়া হল। পশ্চিমা দেশগুলোর রাশিয়া বিরোধী নীতির কারণে দেশটির পক্ষ থেকে সতর্কতার মূল কারণ হিসেবে বলা হয়েছে। চলমান এ পরিস্থিতিতে অন্যান্য দেশে নিযুক্ত রাশিয়ার বিভিন্ন কূটনীতিককে বহিষ্কার করা হয়। যদিও এ বিষয়ে কোনো ছাড় দেয়নি রাশিয়াও। এছাড়াও শুক্রবার নার্ভ এজেন্ট হামলার কারণে রাশিয়া যুক্তরাজ্যকে উদ্দেশ্য করে ১৪টি প্রশ্নও ছুঁড়েন। যার মধ্য দিয়ে রাশিয়া প্রমাণ করতে চেয়েছে স্ক্রিপালের ওপর এ হামলাটির সাথে জড়িত রয়েছে ব্রিটিশরাই। এরপরই ব্রিটেনে ভ্রমণ বিষয়ক সতর্কতা জারির মধ্য দিয়ে দেশগুলোর মাঝে বিদ্যমান সম্পর্কে আরো অবনতি ঘটবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button