ফিলিস্তিনী কিশোরী তামিমির নামে নেদারল্যান্ডে ১৩টি সড়ক
নিজ বাড়ির ওপর চড়াও হওয়ার পর ইসরায়েলি সেনাকে বের হয়ে যেতে বললে বিতর্কের এক পর্যায়ে তাকে চড় মারায় ফিলিস্তিনি কিশোরী আহেদ তামিমির জেল হয়েছে ৮ মাস। সেই তামিমিকে সন্মান দেখিয়ে নেদারল্যান্ডে ১৩টি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে তার নামে। এর একটি সড়ক রয়েছে আমস্টারডামে ইসরায়েলি দূতাবাসের সামনে।
শিশু অধিকারের ওপর জাতিসংঘের কনভেনশন আগেই অনুমোদন দিয়েছে নেদারল্যান্ড। ইসরায়েলি কর্তৃপক্ষ এধরনের অধিকার ফিলিস্তিনি শিশুদের ক্ষেত্রে স্বীকার করে না। ১৭ বছর পূর্ণ হওয়ার আগেই আহেদ তামিমিকে গ্রেফতার করে তাকে কারারুদ্ধ করা হয়। নেদারল্যান্ডের দি হেগ, রটারড্যাম, গ্রোনিনজেন, লিউওয়ারডেন, গ্রিজপ্সকার্ক, আসেন, লেইডেন, হিমস্টিড, টিলবার্গ, ভ্লারডিনজেন, মারসেন, নিজমেজেন শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো আহেদ তামিমির নামে নামকরণ করা হয়েছে।