ব্রিটিশ শিক্ষাবিদ
ইইউ’র পরিণতি হবে সোভিয়েত ইউনিয়নের মতই
ব্রিটেনের লন্ডন স্কুল অব ইকোনোমিকস’এর অধ্যাপক গাইথিয়ান প্রিন্স বলেছেন, ইইউ টিকে থাকতে পারবে না এবং আমাদের জীবদ্দশায় তা দেখা যাবে। তিনি বলেন ইউরোপীয় ইউনিয়নের টিকে না থাকার বিষয়গুলো ইতিমধ্যে স্পষ্ট হতে শুরু করেছে। ব্রেক্সিট নিয়ে ইইউ’এর আচরণ আস্থার সংকট বলে তিনি অভিমত দেন।
অধ্যাপক গাইথিয়ান প্রিন্স বলেন, সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পূর্বে যেমন প্রচুর জটিলতা ও বৈধ বিষয়গুলোর অবনতি হতে শুরু করেছিল ইউরোপীয় ইউনিয়নে এখন সে অবস্থা বিরাজ করছে। ইউরোপের বিভিন্ন প্রকল্পগুলো নিরলসভাবে কঠোর নিয়ন্ত্রণের মধ্যে পড়ে যাচ্ছে যার ফলে মানুষ ধীরে ধীরে অসন্তোষ্ট হয়ে উঠছে। ব্রাসেলস’এর আমলাতন্ত্র ক্রমশ’ ক্ষমতার জন্যে আরো ক্ষুধার্ত হয়ে উঠছে যার ফলে তারা ইইউকে ফের একটি বিপদজনক অবস্থানে ফেলে দেবে এবং এটাই তার পতনের পরিস্থিতিকে দ্রুত করে তুলছে।
অধ্যাপক প্রিন্স বলেন, ব্রাসেলস ব্রিটেনকে এর সার্বভৌমত্ব নিয়ে সিদ্ধান্ত বা ইইউ থেকে বের হয়ে আসতে চাওয়ার কারণে শাস্তি প্রদানের উদ্যোগ নিয়েছে, এধরনের আচরণ ব্রিটেনের মত ইইউ’এর অন্যদেশগুলোর সঙ্গেও করা হচ্ছে। যা মোটেই আত্মবিশ্বাসের অংশ নয়।