‘‘হাদিসশাস্ত্রে ইমাম আবু হানিফা’’ বইয়ের মোড়ক উন্মোচন

জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের ছাত্র সংগঠন আশ-শিহাব পরিষদের উদ্যোগে সোমবার আয়োজিত জাতীয় সেমিনারে ‘হাদিস শাস্ত্রে ইমাম আবু হানিফা’ নামক বইয়ের মূড়ক উন্মোচন করা হয়েছে। হানাফি মাযহাবের ইমাম হযরত আবু হানিফা রাহ. সম্পর্কে বইটি রচনা করেছেন মাওলানা মাহফুয আহমদ। অনুষ্ঠানে বইয়ের মূড়ক উন্মোচন করেন জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের পরিচালক আল্লামা শায়খ জিয়া উদ্দিন।
মূড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন ড. আফম খালেদ, মুফতি মুজিবুর রাহমান, মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ, মাওলানা আবদুল খালিক শাহবাগি, মাওলানা সদরুল আমিন প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button