বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জাপানের নোনাকা
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে গিনেস বুকে স্থান করে নিয়েছেন জাপানের মাসাজো নোনাকা। তার বয়স ১১২ বছর।
তার পরিবারের মতে, দীর্ঘজীবন পাওয়ার পেছনের গোপন রহস্য মিষ্টান্ন ও উষ্ণ স্নান।
আলবার্ট আইনস্টাইনের বিশ্বখ্যাত আপেক্ষিকতার তত্ত্ব প্রকাশের মাত্র কয়েক মাস আগে ১৯০৫ সালের ২৫ জুলাই মাসাজো নোনাকার জন্ম। জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপে নিজে বাড়িতে বসে তিনি পেয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট।
পরিবারের সঙ্গে বাস করা মাসাজো নোনাকার নাতনী ইয়োকো নোনাকা জানান, চলাফেরার জন্যে তার হুইল পচয়ার লাগলেও তিনি সুস্থ আছেন। তিনি জাপানী কিংবা পশ্চিমা যে কোন ধরনের মিষ্টান্ন খেতে খুব ভালোবাসেন।
এ ছাড়া তিনি আরো জানান, মাসাজো প্রতিদিনই খবরের কাগজ পড়েন এবং প্রায়ই উষ্ণ প্রস্রবনে নিজেকে সিক্ত করেন।
মাসাজো নোনাকা ১৯৩১ সালে হাতসুনুকো বিয়ে করেন। তাদের সন্তান সংখ্যা পাঁচ।
এর আগের বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন স্পেনের ফ্রান্সিসকো নুনেজ অলিভেরা। তিনি ১১৩ বছর বয়সে গত ফেব্রুয়ারিতে মারা গেছেন।