আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৫৭

algeriaআলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের বৌফারিক বিমানঘাঁটির কাছে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২৫৭ জন নিহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে।
আলজেরিয়া রাষ্ট্রীয় বেতার জানায়, বুধবার সকালে ইলিউশিন ইল-৭৮ নামের সামরিক বিমানটি ওড়ার কিছুক্ষণ পরই দুর্ঘটনার কবলে পড়ে।
রাশিয়ার তৈরি ওই ইলিউশিন পরিবহন বিমানে পশ্চিম সাহারার পোলিসারিও ইনডিপেনডেন্স মুভমেন্টের সদস্যরাও ছিলেন।
আলজেরিয়া টোয়েন্টিফোর নামে একটি স্থানীয় অনলাইন গণমাধ্যম জানায়, সামরিক বিমানটি আলজেরিয়ার পশ্চিমাঞ্চলের শহর বেচারে উদ্দেশে রওয়ানা হয়েছিল।
টেলিভিশন চ্যানেলগুলো জানায়, ঘটনাস্থলে ১৪টি অ্যাম্বুলেন্স কাজ করছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হচ্ছে।
টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে একটি রাস্তার কাছ থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়, আর ঘটনাস্থলের পাশে একটি মাঠে নিরাপত্তাকর্মীদের ভিড় দেখা যায়।
বিধ্বস্ত বিমানটির লেজের একটি অংশ একটি জলপাই গাছের ওপর দিয়ে ঝুলতে এবং বিমানের ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা গেছে।
আলজেরিয়ার সেনাপ্রধান ঘটনাস্থলে তদন্ত দল পাঠিয়েছেন। তিনি নিজে বিমান দুর্ঘটনার স্থানে যাবেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।
চার বছর আগে আলজেরিয়ার একটি সামরিক বিমান সেনা ও তাদের পরিবার সদস্যদের বহনকারী একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এতে ৭৭ জন নিহত হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button