মুসলিমদের উপর গোয়েন্দাগিরি

নিউইয়র্ক পুলিশকে ৭৫ হাজার ডলার জরিমানা

NYPDমুসলিমদের ওপর গোয়েন্দাগিরি করার অভিযোগে নিউইয়র্ক পুলিশকে ৭৫ হাজার ডলার জরিমানা করেছে দেশটির ফেডারেল আদালত। জরিমানার পাশাপাশি মুসলিমদের ওপর থেকে সকল গোয়েন্দাগিরি বন্ধের আদেশও দেওয়া হয় দেশটির সর্ববৃহৎ এই পুলিশ ডিপার্টমেন্টকে। ২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পর থেকে মুসলিমদের বিরুদ্ধে এসব গোয়েন্দাগিরি করা হয়। সিএনএনের একটি খবরে বলা হয়েছে, ২০১১ সালে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপির একটি তদন্ত প্রতিবেদনে মুসলিমদের ওপর নিউইয়র্ক পুলিশের নজরদারির কথা উঠে আসে। সেই তদন্তে দেখা যায়, মসজিদ থেকে শুরু করে সকল মুসলিমদের ব্যক্তিজীবন এবং কর্মজীবনে কড়া নজরদারি রাখছিল পুলিশ। এসময় ব্যক্তিস্বাধীনতা নিয়ে মুসলিমরা প্রশ্ন তুলে তা আদালতের সামনে তুলে ধরে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিমরা। ৬ বছর ধরে আদালতে বিচারকার্য চলার পর অবশেষে এই মামলার নিষ্পত্তি ঘটলো।এসময় নিউইয়র্ক পুলিশ কোন দায় স্বীকার না করলেও তাদেরকে ৭৫ হাজার ডলার জরিমানা করা হয়।
মুসলিম এডভোকেটস নামক একটি আইনি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ফারহানা খেরা বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সকল পুলিশদের জন্য একটিই বার্তা দেওয়া হচ্ছে – আপনারা কখনো কারও বিশ্বাস বিবেচনা করে তাদের সন্দেহ করতে পারবেন না।’এই মামলা ছাড়াও নিউইয়র্ক পুলিশের বিরুদ্ধে আরও দুজন মুসলিমের মামলাও নিষ্পত্তি করেছে এই ফেডারেল আদালত।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button