বারবারা বুশের মৃত্যু
সাবেক মার্কিন ফার্স্ট লেডি বারবারা বুশ মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
পারিবারিক মুখপাত্র জানান, দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, ফুসফুস ও থাইরয়েডের অসুখে ভুগছিলেন। বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে শেষ দিকে চিকিৎসা বন্ধ করে বাসায় পরিবারের সাথে সময় কাটানোর সিদ্ধান্ত নেন তিনি। রবিবার তার শারীরিক অবস্থা চরম খারাপের দিকে যায়।
বারবারা যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের স্ত্রী। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মা। মোট ছয় সন্তানের মা বারবারা।
তিনি স্বামী ও ছেলে দু’জনকেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখার সৌভাগ্য পেয়েছিলেন।
১৯৪৫ সালে ৬ জানুয়ারি জর্জ এইচ ডব্লিউ বুশের সাথে বারবারার বিয়ে হয়েছিল। আমেরিকার ইতিহাসে কোনো প্রেসিডেন্ট দম্পত্তি হিসেবে সবচেয়ে দীর্ঘ বৈবাহিক জীবন ছিল তাদের। এবছর জানুয়ারিতে ৭৩তম বিবাহবার্ষিকী পালন করেন তারা।
১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত আমেরিকার ফার্স্ট লেডি ছিলেন বারবারা। তার স্বামী জর্জ এইচ ডব্লিউ বুশ (৯৩ বছর)আমেরিকার সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট।
তার ছেলে জর্জ ডব্লিউ বুশ দেশটির ৪৩তম প্রেসিডেন্ট ছিলেন এবং দুইবার নির্বাচিত হন।
শ্বেতশুভ্র চুল ও অসাধারণ ব্যক্তিত্বের জন্য জনপ্রিয় ছিলেন বারবারা। তার ট্রেডমার্ক ছিল গলায় পড়া সুন্দর মুক্তার হার।