ডলারের বদলে স্বর্ণ ব্যবহারের আহ্বান এরদোগানের
অর্থ বিনিময় হারের ওপর চাপ কমাতে আন্তর্জাতিক ঋণ ডলারে না হয়ে স্বর্ণনির্ভর হওয়া উচিত বলে অভিমত প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। সোমবার ইস্তাম্বুলে বিশ্ব উদ্যোক্তা পরিষদের এক সম্মেলনে এরদোগান বলেন, ‘আমি জি২০ সম্মেলনে প্রশ্ন করেছিলাম কেন আমরা অন্য মুদ্রা ব্যবহার না করে ডলার ব্যবহার করছি, আমরা কি স্বর্ণ ব্যবহার করতে পারি।’
তিনি আরো বলেন, ‘ডলারের কারণে মুদ্রা বিনিময় হার সবসময় চাপে থাকে কিন্তু স্বর্ণের ক্ষেত্রে কখনোই তা হবে না’। তুরস্কের মুদ্রা লিরার মান ডলারের বিপরীতে রেকর্ড পরিমাণ কমে বর্তমানে ৪.১৯২০-এ দাঁড়ানোর পর তিনি এ মন্তব্য করেন। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তুরস্কের রাজনীতিতে হস্তক্ষেপ করছে বলেও অভিযোগ করেন তিনি। এরদোগান আরো বলেন ‘দরিদ্র দেশগুলোকে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে, মনে রাখা উচিত তুরস্ক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে আর ঋণী নয়।’