কমনওয়েলথের নতুন নেতা প্রিন্স চার্লস
কমনওয়েলথের নতুন নেতা নির্বাচিত হয়েছেন প্রিন্স চার্লস। লন্ডনে দু’দিনব্যাপী ২৫তম কমনওয়েলথ সম্মেলনের শেষদিন শুক্রবার এ সিদ্ধান্ত নিয়েছেন জোটের নেতারা। সম্মেলনে অংশ নেয়া ৪৬ দেশের সরকারপ্রধানদের নতুন নেতা নির্বাচন সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে বৃহস্পতিবার প্রিন্স চার্লসকে কমনওয়েলথের নেতা নির্বাচিত করার আহ্বান জানিয়েছিলেন দীর্ঘমেয়াদের কমনওয়েলথ প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ। শনিবার রানী তার ৯২তম জন্মদিন পালন করবেন এবং এরই মধ্যে কিছু কিছু দায়িত্ব তিনি রাজপরিবারের কনিষ্ঠ সদস্যদের হাতে তুলে দিতে যাচ্ছেন বলে জানা গেছে।
৫৩ দেশের ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত এ জোটের সম্মেলনে রানী এলিজাবেথ শেষবারের মতো যোগ দিলেন বলে মনে করছেন রাজনীতিক বিশ্লেষকরা। এবারের সম্মেলনে ৪৬ দেশের সরকারপ্রধান উপস্থিত ছিলেন। বাকি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী বা সরকারের প্রতিনিধি উপস্থিত ছিলেন। শুক্রবার উইন্ডসর ক্যাসেলে নেতা নির্বাচন সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কমনওয়েলথভুক্ত ১৬ দেশের উত্তরাধিকারী প্রিন্স চার্লস জোটের নেতা নির্বাচিত হন। পদটি পরিবারতান্ত্রিক না হলেও ৯২ বছরে পা রাখা রানী এলিজাবেথ তার ছেলেকেই কমনওয়েলথের নেতা হিসেবে দেখতে চান। মাত্র ২১ বছর বয়সে তার বাবা ষষ্ঠ জর্জ মারা যাওয়ার পর ১৯৫২ সালে এ পদে বসেন রানী এলিজাবেথ। এটি কমনওয়েলথের প্রতীকী নেতার পদ।