বিমান হামলায় হুতি রাজনৈতিক প্রধান নিহত
ইয়ামেনের হুদাইদা প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় হুতি বিদ্রোহীদের রাজনৈতিক প্রধান নিহত হয়েছেন।
হুতিদের পরিচালিত আল মাসিরাহ টেলিভিশন এক প্রতিবেদনে সোমবার জানায়, সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রেসিডেন্ট সালাহ আল সাম্মাদ বৃহস্পতিবার নিহত হয়েছেন।
রাজধানী সানা ও বিদ্রোহীনিয়ন্ত্রিত অন্যান্য শাসন করছে হুতিদের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ। তারা জানায়, সাম্মাদের উত্তরসূরি হিসেবে তারা মাহদি আল মাসহাতকে নির্বাচিত করেছেন।
হুতি বিদ্রোহীদের প্রধান আব্দুল মালিক আল হুতি জানান, বৃহস্পতিবারের বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন।
এ হামলা দেশের ও দেশের জনগণের ইচ্ছাকে পরিবর্তন করতে পারবে না এবং এ হামলার অবশ্যই জবাব দেয়া হবে বলে তিনি হুশিয়ারি দেন। এ হামলার জন্য তিনি সৌদি সরকার ও ওয়াশিংটনকে দায়ী করেন।
তবে সৌদি নেতৃত্বাধীন জোট এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
২০১৫ সালের মার্চ থেকে সৌদি সরকার এ পর্যন্ত ইয়েমেনে ১৬ হাজারের বেশি বিমান হামলা চালিয়েছে।
সালেহ আল সাম্মাদ নিহত হওয়ার ঘটনাটিকে হুতি সম্প্রদায়ের ওপর বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে।