উত্তপ্ত কাশ্মীর : কারফিউ জারি
পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার জের ধরে আবার উত্তপ্ত হয়েছে কাশ্মীর। উত্তাল জনতাকে ঠেকাতে রাজ্যটির কয়েকটি অংশে কারফিউ জারি করেছে ভারতীয় কর্তৃপক্ষ। বুধবার আধা সামরিক বাহিনীর গুলিতে এক বিক্ষোভকারী নিহত হয়। এরপর সেখানকার অধিবাসীরা আরো বিুব্ধ হয়ে ওঠে। অধিবাসীরা জানিয়েছে, রাজ্যের প্রধান নগরী শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে শোফিয়ান জেলায় জনতা পুলিশ ক্যাম্প থেকে বিক্ষোভরত লোকদের লক্ষ করে গুলি করা হয়। গুলিবর্ষণের পর অধিবাসীরা পাথর ছোঁড়ে। তারা ভারতবিরোধী স্লোগানও দেয়। তারা পুলিশ ক্যাম্পটি সরিয়ে নেয়ার দাবি জানায়। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে।