ফিলিস্তিনি ঔপন্যাসিকের পুরস্কার লাভ

nosrullahদুঃসহ অমানবিকতার কাহিনী ‘দ্য সেকেন্ড ওয়ার অব দ্য ডগ’ উপন্যাসের জন্য এ বছর ফিলিস্তিনি ঔপন্যাসিক ইব্রাহিম নসুরুল্লাহ ইন্টারন্যাশনাল প্রাইজ ফর আরব ফিকশন (আইপিএএফ) পেয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নসুরুল্লাহকে এ পুরস্কার দেয়া হয়।
১৯৫৪ সালে জর্ডানে ফিলিস্তিনি বাবা-মায়ের ঘরে জন্ম নেয়া ইব্রাহিম ছিলেন সাংবাদিক। পরে ২০০৬ সালে পুরোপুরি লেখালেখিতে মন দেন। পুরষ্কার হিসেবে ইব্রাহিম পাবেন ৫০ হাজার ইউএস ডলার এবং সেই সঙ্গে তার উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ করা হবে আইপিএএফ কর্তৃপক্ষের পক্ষ থেকে।
সন্ত্রাস ও সংঘর্ষময় দেশ ‘ফিলিস্তিনের’ নাগরিক ও সামাজিক জীবনের অমানবিকতার কাহিনী নিয়ে রচিত উপন্যাস ‘দ্য সেকেন্ড ওয়্যার অব দ্য ডগ’। নসুরুল্লাহ সংবাদমাধ্যমকে তার প্রতিক্রিয়ায় বলেন, ‘বিশ্বের বড় বড় শক্তির ঔদ্ধত্বমূলক নিপীড়নের শিকার আমার প্রিয় জন্মভূমি। এখানে শিশুদের হত্যা করা হচ্ছে, আমাদের দারিদ্র্যের দিকে ঠেলে দেয়া হচ্ছে, আরব বিশ্বের সম্পদ লুণ্ঠন করা হচ্ছে।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button