সংসদের অধিবেশন শুরু : চলবে ২৪ অক্টোবর পর্যন্ত
আগামী জাতীয় নির্বাচন কোন সরকারের অধীনে অনুষ্ঠিত হবে- এ নিয়ে প্রধান দুই রাজনৈতিক পক্ষের মধ্যে ব্যাপক মতপার্থক্যের মধ্যে বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। খুব সম্ভবত এটাই চলতি সংসদের শেষ অধিবেশন। এই অধিবেশন ২৪ অক্টোবর পর্যন্ত চলবে, জানিয়েছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। আজকে সংসদে যোগ দেয়নি প্রধান বিরোধী দল বিএনপি। অধিবেশন শুরুতে প্রারম্ভিক বক্তব্যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৩ (ক) ধারা উদ্ধৃত করে বলেন, এটাই এই সংসদের শেষ অধিবেশন। তিনি বলেন, মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারি সময়ের মধ্যে যেকোনো দিন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদের শেষ অধিবেশনে সরকারি ও বিরোধী দল গঠনমূলক সমালোচনা ও বিতর্কের মাধমে সংসদকে কার্যরকর করবে বলে আশা রাখেন স্পিকার। গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সবার সহযোগিতা চান তিনি। বিকাল ৫টায় অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক বসে। এতে সভাপতিত্ব করেন স্পিকার। বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকলেও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া কিংবা তার কোনো প্রতিনিধি এই বৈঠকে ছিলেন না। নবম সংসদের শেষ অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন- এবিএম গোলাম মোস্তফা, শহীদুজ্জামান সরকার, মুজিবুল হক চুন্নু, জেডআইএম মোস্তফা আলী ও আশরাফুন্নেসা মোশাররফ। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে তালিকায় থাকা অগ্রবর্তীজন অধিবেশনে সভাপতিত্ব করবেন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে আসা বিএনপি চলতি অধিবেশনেই সংবিধান সংশোধনের দাবি জানিয়ে আসছে।