ক্যামব্রিজের কাছে হেরেছে অক্সফোর্ড

Oxfordযুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি র‌্যাংকিংয়ে বিশ্বখ্যাত অক্সফোর্ড হেরে গেলো আরেক বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ক্যামব্রিজের কাছে। তবে এটিই প্রথমবার নয় বরং এ নিয়ে পরপর আটবারের মতো ক্যামব্রিজের কাছে হেরে গেল অক্সফোর্ড। দ্য কমপ্লিট ইউনিভার্সিটি গাইড ২০১৯ র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর দশটি বিষয়কে বিবেচনা করা হয়েছে।
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে লন্ডন স্কুল অফ ইকনোমিকস আর লন্ডন ইম্পেরিয়াল কলেজ রয়েছে চতুর্থ স্থানে।
র‌্যাংকিংয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে স্ট্যাফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের। এর আগে এই বিশ্ববিদ্যালয়টি ৭৩ নম্বরে ছিলো। কিন্তু এবার এক লাফেই এটি উঠে এসেছে ৩২ নাম্বারে।
গাইডের চেয়ারম্যান ডঃ বার্নার্ড কিংস্টন বলেন, সাধারণত অক্সফোর্ড ও ক্যামব্রিজই তালিকার শীর্ষে থাকে কিন্তু ভবিষ্যতে হয়তো অন্য বিশ্ববিদ্যালয়গুলো তাদের চ্যালেঞ্জ জানাবে। যেমন গবেষণার মানে ইম্পেরিয়াল ও লন্ডন স্কুল অফ ইকনোমিকস কিছুটা এগিয়েই ছিলো।
কিংস্টন বলেন, যুক্তরাজ্যে অন্তত বিশটি বিশ্ববিদ্যালয় আছে যারা বিশ্বমানের বিবেচিত হতে পারে।
গাইডটি ২০০৭ সাল থেকে প্রতিবছর প্রকাশিত হচ্ছে এবং প্রকাশিত তথ্য উপাত্তগুলো আমলে নিয়েই এই তালিকা করা হয়। প্রকাশকরা বলেন, ভালো স্নাতকের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে এবং তা প্রায় সব বিশ্ববিদ্যালয়েই।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button